আজকের বই - পার্ল মেইডেন

12:59 pm Unknown 0 Comments

হেনরি রাইডার হেগার্ডের 'পার্ল মেইডেন' শেষ দেখে ফেলেছি। হার্ডকপি ই পড়েছি । 

 বইটার প্রথম দিকে খ্রীস্টানদের উপর ইহুদিদের অথ্যাচারের বর্ণনা রয়েছে। এক নির্যাতিতা একটা মেয়ের জন্মদিয়ে মারা যান। মারা যাওয়ার পূর্বে অনূগত দাসীকে মেয়ের জন্য কয়েকটা শর্ত দিয়ে যান। দাসী মেয়েটাকে নিয়ে একটা যাজক এলাকায় ১৮ বছর পার করে মেয়ের নানার এলাকায় চলে যায়। 

 তার মাঝে দুজন মানুষ তাকে পেতে চায় , একজন খেলার সাথী যার প্রস্তাব মেয়েটা প্রত্যাখান করে। আরেকজন রোমান সৈনিক, একে অপরকে ভালোবাসে, কিন্তু শর্তের কারণে এক হতে পারে না।

 মেয়েটা দাসী বিক্রির বাজারে আসার লগ্নে আরেকজন তাকে পাওয়ার জন্য পাগল হয়। নিলাম বাজারে তিনজনই আসে এবং একজন কিনে নিয়ে মুক্তি দেয়। 

একজন দুজনের তরে জীবন দান করে অন্যজনের শিকারে । 

কাহিনী আরো আছে। বইটা পড়ে নিবেন।

You Might Also Like

0 comments: